
মঙ্গলবার ০৬ মে ২০২৫
ডিসেম্বর মাস পড়েছে, তবুও শীতের দেখা নেই কলকাতায়। তবু প্রতি বছরের মতো শীতের পোষাক নিয়ে ওয়েলিংটন এর ভুটিয়া মার্কেটে হাজির ব্যবসায়ীরা। শীতের পোষাক বিক্রি করতে এই সময়ে উত্তর এবং উত্তর-পূর্ব ভারত থেকে বহু মানুষ আসেন কলকাতায়। ক্রেতা বিক্রেতা সবার প্রশ্ন,শীত কবে পড়বে? আপাতত নিম্নচাপের কল্যাণে উত্তরটা অনিশ্চিত। তাই ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ । প্রীতি সাহার রিপোর্ট আজকাল.ইন।